ছোট ছোট কথা

Feb 4, 2021 | ফেসবুকের পাতা থেকে | 0 comments

View : 216
 

ছোট ছোট কথা

(১)

তুমি যখন বলা শিখবে,
তখন তোমাকে চুপ থাকতে হবে;
সবাই বলবে, তুমি শুনবে।
এ সময়টা খুবই তিক্ত হলেও
এ অপেক্ষা বিরহের হলেও
তোমার সামনের সময় মধুর
অধিক সুমধুর হবে।

যখন তুমি শিখে বলবে
যখন অপেক্ষার পর তোমার বুলি
তখন সবার সব কান, সব চোখ
এমনকি সবার সব মনোযোগ:
শুধু তোমার দিকে আকৃষ্ট হবে।

 

(২)

মৃত্যুই যখন চিরন্তন, বেঁচে থাকা
কিংবা জীবদ্দশা যখন অর্থহীন,
তখন তোমার ত্যাগ আর ভোগ,
শুধু ত্যাগ আর ভোগই যখন তোমার,
তখন, হে বন্ধু, তখন-

এ “ত্যাগ” স্বত্বত্যাগে রূপ নিলে
এ “ভোগ” প্রকৃত “উপভোগ” হলে
চিরন্তন অনন্তকালের পূর্বের
তোমার জীবন জীবনময় হবে,
জীবন্ত হবে, হে সুধী।


৫ ফেব্রুয়ারি ২০২১