ছোটকথা

Oct 12, 2024 | কবি ও কবিতা | 0 comments

View : 113
 

ছোটকথা

অনেক কথা বলার থাকলেও
যায়না বলা তত সহজে,
কিছু ভাষা ঠোঁটে আসলেও
রাখতে হয় শুধু মগজে!

তবুও ভাষায়, তবুও আশায়
বাঁচতে হয় আমায় তোমায়,
আলোর মাঝে, অসীম সাজে
কাটে এ জীবন ক্ষীণকায়।

নাজিম