খানিকটা অনুধাবন
অদ্ভুদ সব চিত্র বিচিত্র এ ভবে!
পৃথিবীতে অদ্ভুত কিছু বিষয় দেখি,
বোকারা জীবনে শান্তি পায়,
তবে সাহসীরা পায় সাফল্য, মর্যাদা!
বেশি উচ্চাকাঙ্খী চালাকের পতন হয়
আবার কিছু খুব সহজ সরল মন্থর গতিতে চলে,
গন্তব্যে পৌঁছায় অনায়াসে!
উঁচু আসনে বসে অনেকে কৃতজ্ঞতায় নত থাকে,
আর কিছু হতে না হতেই অনেকে ভাবে
যে আরো অনেক বেশি পাওয়ার যোগ্য!
অঘাট ঘাট হলে পথচারীকে কাঁদায়
বিনয়ী সমৃদ্ধি পেলে পরোপকারেও কাটায়!
কেউ অর্জনের জন্য সব বর্জন করে
কিন্তু অর্জিত ধন যে উপভোগ করে
তাঁকে জীবদ্দশায় দেখেও যেতে পারেনা!
মজা করে বললে,
অনেকে জীবনে ‘লাইফ’ খোঁজে
অনেকে লাইফে ‘জীবন’ খোঁজে!
—
নাজিম
১৭ এপ্রিল ২০২৫