View : 117
 

কৃতজ্ঞতা, হে রহমান…


সমস্ত সৃষ্টিকূলের সকল প্রয়োজন মিটিয়ে দাও, তুমি হে আল্লাহ, যদিও আমরা শুধু প্রয়োজনেই তোমাকে ডাকি, হে মাবুদ।

সমস্ত কষ্টে তুমিই ভরসা, তুমিই রক্ষাকারী; কষ্ট থেকে মুক্তি লাভের পর সব ভুলে যাই এ অকৃতজ্ঞ জাতি।

সবাইকে তুমিই দাও রিজিক যত, যদিও সব বেলায় খাওয়ার পর তোমার প্রতি কৃতজ্ঞতা করিনা প্রকাশ!

সবাইকে সহায়তা করো সবসময় তুমি, হে রব; যারা তোমায় মানে বা না মানে…যদিও তোমাকে ডাকার মতো ডাকতে আমাদের কার্পণ্য..

সবার প্রার্থণা তুমি শুনো, জানি বুঝি, তবুও হতাশায় ঝিমিয়ে পড়ি আমরা পাপীগণ।
ওষ্ঠাগত পিপাসায় তোমারে ডেকে বৃষ্টি পেলে তোমায় ভুলে যাই আমরা, তবুও তোমার বরিষণ অবর্ণন, অগুণন…

সামান্য কিছু করেই তা দেখিয়ে দিই আমরা মানুষ, আর আমাদের সব দিয়েও তুমি নির্বিকার, হে পরওয়ারদিগার।

পাপ থেকে ক্ষমা চেয়ে আবারো পাপে নিমজ্জিত থাকি, তবুওনযতবার ক্ষমা চাই, ক্ষমা করে খুশি হও তুমি, হে গফুরুর রাহিম।

সবকিছুর শোকরিয়া করতে ভুলে গেলেও দয়ার বর্ষণে তুমি সর্বদা উদারতম, হে রাহমানুর রাহিম।

একদিন আগেও ওষ্ঠাগত যে ভূমির অজস্র প্রাণ, আজ সে ভূমির অনেকাংশই রহমতের বৃষ্টিতে ভরপুর করেছো হে করুণাময়। আলহামদুলিল্লাহ।

সমস্ত দেহমন সঁপে দিয়ে বিনয়ে, কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পগেও
যার শোকরিয়া কখনো শেষ হবেনা,
হয়না কখনো……তুমি সেই রব, হে মালিকি ইয়াউমিদ্দিন..

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।।
আল্লাহু আকবর

**************
মোঃ নাজিম উদ্দিন
মে ২, ২০১৪