কার অনুরাগে?

Feb 14, 2021 | কবি ও কবিতা | 0 comments

View : 199
 

কার অনুরাগে?

 

কার সে বাগ, কে বা পদ্মরাজ?
কে বা মালি এ কুসুমবাগে?
কে বা স্বজন, একাকী নির্জনে
কে বা থাকে কার অনুরাগে?

কি সে মোহ মিটায় দ্রোহ?
কিসে হৃদ যায় সদা ছুটে?
কে সে সখী, নিদহীন আঁখি
হাতটাতে দুঃখ যায় টুটে?

সে-ই হৃদ সখা, প্রেমে মধুমাখা
অদেখায়ও দেখে মোর হৃদ,
বাঁচুক এ প্রণয়, শরীর নয়, হৃদয়
অশরীরেও স্বজন, সে সুহৃদ।


মোঃ নাজিম উদ্দিন