এলো ফাগুন
এ যেন নতুন পত্রে পুষ্পের নবপ্রাণ
নব পথে, নব ভোরে, নতুন আহবান;
এ যেন রিক্ত বৃক্ষে জীবনের স্লোগান
যেন মৃত্যুর বুকচিড়ে বাঁচার জয়গান।
আজি বসন্ত, আলোর পথে ফাগুন
শীতের আঁধারে আলোর শত আগুন;
নীরবতা ভেঙ্গে কোকিল গান গায়
‘নীরব কোন, ফাগুন এসেছে ধরায়’।
আজ ছন্দ বিনেও হয় কাব্য-সুর
আলোর আঘাতে দুরিবে যে অসুর;
আজ গতিময় হোক যাত্রা সম্মুখপান
হতাশা ভুলে করি আশার আহবান।
নাজিম, চট্টগ্রাম।
৩০ মাঘ~ ১ ফাল্গুন