Post View : 4
 

এক, একক, অনন্য

একটা ভালো মুহুর্ত, একটা খারাপ মুহুর্তঃ জীবনে এ দুটোর প্রভাব এক বলে ঠুকনো নয়, একক, অনন্য…

একটা ভালো মুহুর্তে জন্ম নেয় একজন ফুটফুটে নবজাতক, জন্ম নেয় অযুত নিযুত স্বপ্ন, অগণিত মানবকূল।

একটা ভালো সিদ্ধান্ত বদলে দেয় ব্যক্তি, সমাজ, দেশ, বিশ্ব।

একটা ভালো ভাবনা, কর্ম, অভ্যাস হতে উৎসরিত হয় সহস্র অযুত ভালো কাজ।

একটা ভালো বন্ধু বদলে দিতে পারে অনেক বন্ধুর জীবন, শৃঙ্খলতা এনে দিতে পারে সকলের এতকালের বিশৃঙ্খল জীবনধারায়।

একটা ভালো কাজের মাধ্যমে মানুষ বদলে দিতে পারে নিজেকে, সকলকে; সম্মানের সাথে বেঁচে থাকতে পারে অনন্তকাল, ইহ-পরকালে৷

একটা স্বপ্ন বাঁচায় বহুদিন, একটা বিজয় প্রাণিত করে আজীবন, একটা ত্যাগ আনে সম্মান, একটা ধৈর্য প্রশান্ত করে অন্তর! একটা ভালো কাজও পুরষ্কৃত হয়।

একই ভাবে, একটা খারাপ মুহুর্ত নষ্ট করে দিতে পারে মানুষের সকল স্বপ্ন, লগ্ন, প্রজন্ম!

একটা খারাপ মুহুর্ত বারংবার হতে পারে আরো সহস্র বা অধিক খারাপ মুহুর্ত তৈরির সূতিকাগার।

একটা খারাপ সঙ্গ ফেলতে পারে ধ্বংসের অতল তলে, সহস্র দিবস রজনী সকল অর্জন মিশিয়ে দিতে পারে ধূলিকণায়..

একটা ভুল সিদ্ধান্তের কারণে অনুশোচনায় জীবনের বাকি অংশ পার করছে কত দুর্ভাগা!

একটা খারাপ কাজের মাশুল দিয়ে আলোকময় জীবনটা আঁধারের গহবরে পাড় করে দেয় কতজন!!

একটা ভুলে হারায় বিজয়, একটা ভুলে হারায় মসনদ, একটা অবহেলায় হারায় সম্পর্ক, একটা অপরাধে হারায় সুনাম, একটা হিংসায় হারায় শান্তি, একটা লোভে হারায় প্রশান্তি, একটা অহংকারে হারায় সৃষ্টিকর্তার ভালোবাসা, একটা দম্ভে হারায় স্বজন, একটা অসৎকাজে কলঙ্কিত হয় চরিত্র, একটা অন্যায় বিনষ্ট করে শান্তি।
একটা খারাপ কাজও শাস্তিবিহীন নয়।

আহা! এক, একক।। এই একটা খেয়াল বা খামখেয়াল বদলে দেয় জীবনের সমীকরণ…

ছোট বা কম গুরুত্বপূর্ণ বলে কোন খামখেয়ালি মনোভাবকে প্রশ্রয় দিলেই যত কষ্ট, পরাজয়, বিড়ম্বনা ।।


মোঃ নাজিম উদ্দিন
জানুয়ারি ৫, ২০২৩