একুশ মোদের প্রথম প্রহর
একুশ মোদর প্রথম প্রহর
প্রেরণার বাতিঘর,
বায়ান্ন হতে সকল রণ
নবযুগের দোসর।
একুশ তুমি দেখালে পথ
’৫৪ নির্বাচন জয়,
তুমি দিল সাহসী অভ্যুত্থান
দেখাল নব প্রত্যয়।
’৭০ এর প্রভূত বিজয়
সৃজিল শহীদ মিনার,
রক্ত নিয়ে দিল স্বাধীনতা
তাড়াল শাসন মিথ্যার।
একুশ সে-তো একাত্তরের
মুক্তিসেনার প্রেরণা;
বাংলা-বিশ্ব আজ বন্দনায়
একুশ অনন্ত যৌবনা।
————————
মোঃ নাজিম উদ্দিন
একুশে ফেব্রুয়ারি দুই হাজার একুশ