ঊনকথা

Nov 14, 2024 | Uncategorized | 0 comments

View : 41
 

ঊনকথা

কখনো আপনসেজে
কখনো কাজের খোঁজে
কিছুলোক পাশে থাকে নিত্য;
আদায় করে অবশেষে
যেনো স্বার্থপরের বেশে
মনে করিয়ে দেয় যত সত্য!

এমনই এ ভবের তরে
কেউ মারে, কেউ মরে
বেঁচে থাকবে ভেবে করে সব!
দারুন এক পরিহাস,
ছেড়ে গেলে নিঃশ্বাস
মুছে যায় সব স্মৃতি কলরব।


নভেম্বর ১৪, ২০২৪