ঈদে গ্রামের বাড়ি যাচ্ছেন? মনে রাখুন কিছু বিষয়ঃ

Apr 20, 2023 | আত্মউন্নয়ন ও মোটিভেশন, গল্প প্রবন্ধ উপন্যাস, ভ্রমণ বিচিত্রা

View : 50
 

#ঈদে গ্রামের বাড়ি যাচ্ছেন?
মনে রাখুন কিছু বিষয়ঃ

ইতিমধ্যে অনেকেই ঈদ উদযাপনের জন্য নাড়ির টানে সুদূর গ্রামের পানে যাত্রা শুরু করে দিয়েছেন। আমার মতো কিছু অংশ এখনও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন- তাদের জন্য কিছু বিষয় মনে করিয়ে দিতে চাইঃ

১) কয় দিন থাকবেন, কি কি সাথে নিবেন- তার তালিকা তৈরি করুন আর তালিকা মত সব গুছিয়ে নিন।

২) গ্রামের বাড়ির চাবি নিয়েছেন কিনা ভাল ভাবে খেয়াল করুন।

৩) জরুরী ও আবশ্যকীয় জিনিসপত্র যেমন, মোবাইল, মোবাইল চার্জার, টুথ পেস্ট, টাকা পয়সা ইত্যাদি মনে করে নিন।

৪) ফার্স্ট এইড বক্সটি নিয়েছেন কি?।

৫) মোবাইল অার চার্জার সাথে নিলেও অনাকাঙ্ক্ষিত লোড শেডিং এর বিড়ম্বনায় মোবাইল দীর্ঘ সময় বন্ধ হয়ে গেলে, নিজেকে সামলে নিতে কিছু অতি প্রয়োজনীয় ফোন নম্বর ইনডেক্স / ছোট কাগজে লিখে সাথে রাখুন। কলম কাগজও রাখুন সাথে।

৬) প্রয়োজনে মোবাইলে রিচার্জের কার্ড কিনাে সাথে রাখুন অথবা বিককাশ/রকেটে প্রয়োজনীয় ব্যালেন্স আছে কি না দেখুন।

৬) বাসা থেকে বের হোয়ার আগে গাড়ির টিকেট (যদি থাকে) ইত্যাদি নিয়েছেন কি না দেখুন।

৭) বের হওয়ার আগে দেখুন বিদ্যৎ সংযোগ, ফ্রিজ, টিভি, ঘরের বাতি-পাখা- এ,সি’র সুইচ পানির কল ইত্যাদি ঠিক অাছে কি না দেখুন।

৮) বর্ষা ঋতু বিদায় জানালা/বেলকনি বা কোন দরজা অপ্রয়োজনীয়ভাবে খোলা আছে কি না দেখুন।

৯) বাসার অতিরিক্ত চাবি কাছের কোন আত্মীয়, বা নিকট প্রতিবেশিকে হস্তান্তর করার প্রয়োজন হলে তা দেখুন।

১০) পাশের বাসার কাছের প্রতিবেশি, দাড়োয়ান বা প্রয়োজনীয় ব্যক্তিদের আপনার যাত্রার কথা জানান। প্রয়োজনে জরুরী যোগাযোগের জন্য বিকল্প ফোন নম্বর দিয়ে যান।

মহান রাব্বুল আলামিন প্রত্যেককে সুস্থ শরীরে সব কাজ সমাধা করার তৌফিক দান করুন।

অগ্রিম
#ঈদ #মোবারক

২৮ রমজান ১৪৪৪
২০ এপ্রিল ২০২৩