আরাধ্য সূর্যোদয়

May 7, 2023 | কবি ও কবিতা

View : 154
 

আরাধ্য সূর্যোদয়

এ কোন কালের আবর্তে দিকহারা মানব
সমস্ত আঁধারে যেন দৃষ্টির সীমা,
গোধূলির আবছায়া রহস্য সাগরে
কী এক দুর্গম অস্পৃশ্য নীলিমা!

কেউ দেখো স্বার্থ খুঁজে আপন আঙিনায়
অপরের ক্ষতিতে খুঁজে সুখের ফানুস!
প্রচারে অপপ্রচারে সব মুখ, মাইক্রোফোন
দুপায়ে চলে তাই দাবী করে ‘মানুষ’!

ধর্মের রঙিন আবরণ কী রূহানী আজ
অসত্যে অর্ধসত্যে সয়লাব ময়দান,
এ এক শঠতার মাঝে দ্বিমুখী অভিলাষ
মুখ আর বুকের মাঝে যোজন ব্যবধান!

জ্ঞানের পৃথিবী আজ ছোট মাইক্রো চিপ!
অতি প্রদর্শনে ব্যস্ত আবাল বৃদ্ধ বণিতা,
হৃদ্যতা নির্বাসনে আজ, আলোতে আঁধার
চোখের পর্দা কম, বাড়ে চতুর ভণিতা!

ভাইরাল হয় রুচির দুর্ভিক্ষ, সজ্জন গোপনে
মসজিদ মন্দির আজ পুঁজিবাদের দখলে,
রিয়া আর অহংবোধে ছেয়ে গেছে আকাশ
নীরবতা ভেদ করে আজ সুবোধের অশ্রুজলে!

তবুও স্বপ্ন দেখি আলোর ফল্গুধারার
তবুও বাঁচি ভাবি হবে আশার উদয়,
আঁধারের বুক ছিঁড়ে উঁকি দিবে আলো
আগামির শুরুতে হোক আরাধ্য সূর্যোদয়..


মোঃ নাজিম উদ্দিন
মে ৭, ২০২৩