আমি বাংলাদেশের কথা বলছি
৫৬ হাজার বর্গমাইল আমার ঘর আমার নয়,
১৭ কোটি মানুষের সাথেও নেই পরিচয়;
মানচিত্রের পুরোটাও প্রত্যাশা নয়,
দেয়া নেয়ার মধ্যে নয় পরিণয়;
আমি বলছি, আমি বাংলাদেশে বিস্মিত, সদাই!
আমি বাংলাদেশি, আমি বাংলার গান গাই।
আমি ৫২’র ২১ ফেব্রুয়ারি চিনি
সালাম,রফিক,বরকতে মোরা ঋণী,
আমি ৬৯ এর অভ্যুত্থানের ধ্বনি,
আমি ‘৭০ এর নির্বাচনও গুনি।
৭১ এর স্বাধীনতা ঘোষণা শুনি
২৫ মার্চের আঁধারেরে আমি জানি
আমি ৯ মাসে আলোর জাল বুনি
১৬ ডিসেম্বর বিজয় সকাল, মানি।
আমি রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত শুনি
দেখি আসম রবের বাংলার পতাকাখানি;
আমি নজরুলের রণ সঙ্গিতের ফ্যান
আমি লালন-হালিমে করি প্রেমের ধ্যান
আমি জহির রায়হানের “সময়ের প্রয়োজনে”
আমি মুনির চৌধুরী, ভাসানির ভাসানে।
আজম খানের পপ সঙ্গিত মোর শ্রাব্য
রেল লাইনের বস্তিই মোর কাব্য।
ভালবাসি, মধুসুদনের মেঘনাদবদ সেই
হুমায়ন আহমদের, কোথাও কেউ নেই।
আমি বাংলাদেশের জয়ের গল্প জানি
সোনালি আঁশ, করি পোশাক রপ্তানী;
আজ নতুন দিগান্ত হলো উন্মোচন
আজ “বঙ্গবন্ধু” মহাকাশ উৎক্ষেপণ
গর্বেতে মোর প্রাণখানি যায় ভরে,
মোদের শক্তি আর সাহস যে অন্তরে ;
আমি, গাহি বাংলার গান অপক্ক ‘গাইয়ে’
দেখি বাংলাকে সহস্র যোজন এগিয়ে;
ইতিহাসের মুহূর্তে সাক্ষী হতে উন্মুখ
দেখিনি এখনো, বিজয়ী বাংলার মুখ।
আজ “স্যাটেলাইট” ক্লাবে গর্বিত সভ্য,
আজ বিশ্ব তোমারে চিনিবে, হে বিজয়ী নব্য।
তুমি বাংলাদেশ, বিজয়ে অভিবাদন
তোমাতে বিজয়, বিজয় উৎক্ষেপণ।
—————————-
মোঃ নাজিম উদ্দিন
১১-০৫-২০১৮
nazim3852@gmail.com