হে আমার রব

Mar 22, 2021 | কবি ও কবিতা

হে আমার রব

 

পাপের বোঝা বেশি মোদের, এ সত্য জানি;
তবু তুমি অশেষ দয়াবান, অন্তর থেকে মানি।
পাপীর অন্তর যতই থাকুক, পাপেই ভরপুর,
তওবা করলে মাফ করো, তুমিই তো গফুর।

তোমার গজব সইবার তরে, শক্তি নাই কারো,
তুমিই শুধু ইচ্ছা করলেই, শান্তি দিতে পারো।
তুমি হীনে বেঁচে থাকার, সাধ্য কি আমার আছে?
তুমি ছাড়া, কে বা থাকে, সৃষ্টির এতো কাছে?

একের ভুলে দশে ভোগে, এ-তো নতুন নয়,
তোমার দয়ায় আমার দোয়া, কবুল যেন হয়।

‘করোনা’ কিবা ‘কেভিড’, যতই কঠিন হয়,
দয়া তোমার থাকে যদি, কেনই বা কোন ভয়?

মহামারী, মহারোগের, হে মহাঔষধ দাতা,
তুমি ছাড়া কোথায় দয়া? তুমিই শ্রেষ্ট ত্রাতা।

তুমিই পারো, নীরব করতে সকল কলরব,
দয়ায় রেখো, হে রহমান, হে আমাদের রব।

——-
মোঃ নাজিম উদ্দিন
২২ মার্চ ২০২১

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags