হৃদয়ে বসবাস
তুমি করো হৃদয়ে বসবাস
নিঝুম রাতে কিবা ভোর প্রভাতে
তুমি আলোর পূর্বাভাস।
তুমি বিনে ছন্দে পতন
হৃদয় ঘরে শুন্যে যাপন
বিরহে পানে থাকি চেয়ে সদা..
ক্লান্তি ভুলে, ভ্রান্তি ফেলে সর্বদা..
বুঝো তুমি, কিবা অবুঝ, অব্যক্ত?
তুমি বিনে আমার সর্বনাশ,
তুমি করো হৃদয়ে অধিবাস।
তুমি এলে ছিন্ন হৃদ, বহতা নদে প্লাবন
খড়া পেরিয়ে বর্ষা আর আষাঢ় শ্রাবণ!
শীতের রুক্ষ ঋতুর হবে বছরজুড়ে বিদায়
বসন্ত এলো ধরায়, সতত নির্দ্বিধায়..
তুমি এলে তাই রাতে আলোর চন্দ্রবাস,
আমার ভবে তুমি করো হৃদয়ে অধিবাস।
নিরাশার বন্যা যতো, যতো জলোচ্ছ্বাস
তোমার আশে, স্বপ্নে রঙিন শ্বাস
আশার বাগে তুমি পূর্ণবাস;
কখনো যদি আনমনে পলক ফেলে চোখ
কখনো যদি দীর্ঘশ্বাসে হতাশা বিধে বুক
তোমার আসা বাড়ায় আশা, বাড়ে প্রাণোচ্ছাস!
আমার ভবে তুমি করো হৃদয়ে অধিবাস।
তুমি করো হৃদয়ে বসবাস
মরুহৃদে মরুদ্দ্যান, কন্ঠে সুরের বান
তুমি আমার আশার সব উচ্ছ্বাস।
আমার ভবে তুমি করো হৃদয়ে অধিবাস।
মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ১৬, ২০২২