View : 143
 

স্বাগত রমজান

বছর ঘুরে আসছে দেখো পবিত্র রমজান
রহমত, মাগফেরাত আর নাজাতের আজান।

সেহরি দিয়ে শুরু হবে শুদ্ধতার সে ক্ষণ
ইফতারে যেন তৃপ্ত দেহ, জুড়ায় অন্তকরণ।

পানাহার ছাড়া দিবস পাড়ি, এবাদতে মশগুল
বন্দিশালায় শয়তান, মুমিন সাধনায় ব্যাকুল।

ক্ষুধার রাজ্যে গদ্যেভরা অভুক্তের কষ্টখানি
হৃদয় দিয়ে বুঝতে পারে ছেড়ে দেয় অশ্রুখানি;

এ মাসেতে এলো কোরআন, মহিমান্বিত কদর
ফরজ, নফল, তাবাবিহ-তাহাজ্জুদ আর এত্বেকাফের সমাদর।

এক এবাদতে বহুগুণ সওয়াব, রবের সে কী করুণা!
মসজিদে তাই ছুটছে দেখো আবাল বৃদ্ধ যৌবনা।

বরকত আসে রিজিকে তার, বরকত তৃপ্তিতে;
আঁধার ক্বলব প্রোজ্জ্বল হয়, কোরআনের দীপ্তিতে।

এবাদত আর প্রশিক্ষণে তাই রুহানী আহবান,
স্বাগতম, খোশ আমদেদ, হে মাহে রমজান।


নাজিম
১৪-০৩-২০২৩