সেজন্য আমি তোমার নই
সেজন্য আমি তোমার নই;
কিংবা তুমিও মোর নও.
ভাবনার মিলেই সম্মত হই
সেভাবেই আমারে লও..
কতজনে ভাবি আপন কত!
আসলে নয়কো স্বজন,
দেখাবার লাগি অভিনয়ে শত
করোনা তাদের বরণ।
তোমারে যে ভাবে, অন্তরে ভাবে
তাহারে চিনিয়া নিও,
হীরা ফেলে কভু কাঁচেরে না নিয়া
হীরাকে যতন দিও
সেজন্য আমি তোমার নই;
কিংবা তুমিও মোর নও.
ভাবনার মিলেই সম্মত হই
সেভাবেই আমারে লও..
কতজনে ভাবি আপন কত!
আসলে নয়কো স্বজন,
দেখাবার লাগি অভিনয়ে শত
করোনা তাদের বরণ।
তোমারে যে ভাবে, অন্তরে ভাবে
তাহারে চিনিয়া নিও,
হীরা ফেলে কভু কাঁচেরে না নিয়া
হীরাকে যতন দিও…
———-
মোঃ নাজিম উদ্দিন
২৭-০১-২০১৯