সমসাময়িক
কেউ বা আছে মজার ছলে
বাদানুবাদের কাজে,
কেউ আছে তর্ক যুক্তিতে
কাজে নয়, অকাজে।
মানবিক বিয়ে, রিসোর্ট নিয়ে
লিখছে কত জনে!
কোন বউ আসল, কোনটা নকল
জিজ্ঞাসে জনে জনে।
বাঁশখালিতে শ্রমিক মরেছে
খবর রাখে ক’জন?
কেউ আছে করোনার চিন্তায়
মরছে কারো স্বজন!
বাজার খোলা কাঁচাটা শুধু
দুঃসময় কাপড় ব্যবসার,
ব্যবসায়ী সমিতি করছে সদা
মার্কেট খোলার আবদার।
মহামারির লকডাউন বাড়ছে
সরকারও যে দৃঢ়চিত্ত,
কষ্টে আছে যত আমজনতা
নিম্ন আর মধ্য বিত্ত।
ব্যাংক বন্ধ, ব্যাংকারের ছুটি
ক’দিন ছুটির আভাস!
হঠাৎ দেখে সে ছুটিই বন্ধ
কেউ বা তাতে হতাশ!
পরিপত্র নাকি মুভমেন্ট পাস
তর্ক যেন অশেষ,
অবশেষে কিছু পেশাদারের
ছাড় রয়েছে বিশেষ।
এসব দেখে দুঃখকে ভুলি
নাই খালি আইসিইউ,
অক্সিজেন বেড খালি নেই
অবশ্য নাথিং নিউ!
করোনায় শুধু মৃত্যু বাড়ছে
সেঞ্চুরি হলো পার,
বাড়ছে ভয়-আতঙ্কই শুধু
দেশে বিদেশে সবার।
সেসব দেখে জয়নগর আজ
ঘোষিত হলো ‘রেড জোন’,
চাঁটগার প্রথম কড়া নোটিশ
চকবাজারে মাইলস্টোন!
এদিকে দেখি ডাক্তার আপার
পুলিশের সাথে বাহাশ!
কেউ বলে পুলিশেরই ভুল,
কিবা ডাক্তারই ‘সাবাস’!
নিত্য দেখি পৌষ মাসেও
কারো সর্বনাশ, হায়!
মাস্ক পড়া এ মুখে যদি
লাগামটা দেয়া যায়!
কঠিন দিনে শপথ করো
ছাড়ি কু-কথা, অকাজ,
প্রার্থণা আর সহযোগিতায়
কাটাই চলো দিন-রাত।
——-
মোঃ নাজিম উদ্দিন
এপ্রিল ১৯, ২০২১