যেদিন থাকবোনা

Dec 1, 2020 | কবি ও কবিতা

যেদিন থাকবোনা

যেদিন থাকবোনা সকাল বেলা
ক্লান্ত দুপরও হবেনা মোর বেলা;
বিকেলের নদীতে থাকবেনা ভেলা
সন্ধ্যার প্রদীপও করবে অবহেলা;

যেদিন কালবেলা জানাবে বিদায়
লেনাদেনা সবিশেষ মিটাবে সব দায়;
যেদিন মলিন হবে দেহের স্পর্শ,
চারদিক নেই তেজ, হাসি বা হর্ষ।

গোরের বাতিটুকু কদিন বা থাকে?
স্মৃতির মনিকোটা ক’দিন বা রাখে?
সেদিন রটবেনা অপবাদের কুজন!
রাতের সে আঁধারেও কবরে নির্জন!

যেদিন কাহাকেও করবোনা মলিন
স্তব্ধ মুঠোফোন আর স্তব্ধ কফিন।
শব্দ আর নিঃশ্বাস সুদূর অতীত!
নৈঃশব্দের মিছিলে নীরব এক গীত!

সেদিন কি পাবো কিছু পথিক পাশে?
নামহীন কবরে কিংবা তার আশে?
সেদিন কি স্মরিবে মোরে, স্বজন আমার?
নাকি সব ভুলে বিস্মৃত করবে আবার?

সেদিন থাকবে জানি, কর্ম ছিলো যত
করেছি জীবদ্দদশায় সৎকাজ ব্রত;
মুহুর্তে বিলীন হবে শত সুনাম খ্যাতি
সেদিন স্মরিবে মোরে, হে মোর জ্ঞ্যাতী?

আরো কিছু পরে কেউ রবেনা স্বজন!
দু প্রজন্ম পরে কে বা চিনিবে তখন?
তারও পরে কবরও কি রাখবে কেউ?
আছড়ে ফেলে বালির বাঁধ, সময়ের ঢেউ।

সেদিন সত্য, সতত, সেদিনই আসল
ততদিন ঠিকবে মোর কিঞ্চিৎ ফসল?
মিশিবো সেদিন মোরা অমর মহাকালে
কে রাখবে মনে, সাঁজে বা সকালে?


মোঃ নাজিম উদ্দিন
২ ডিসেম্বর ২০২০

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags