মুসাফির পথিক

Sep 12, 2022 | কবি ও কবিতা

মুসাফির পথিক

সময় আছে অনেক বছর
এই ভেবে কাটে বেলা,
শৈশব শেষে কৈশোর গেলো
যৌবনও ব্যস্ত মেলা!

হঠাৎ দেখে তার চুল কমেছে
শুধু বেড়েছে পদমর্যাদা।
চামড়ায় আজ ভাঁজ পড়েছে
চুলও যে হলো সাদা!

বাহারি রঙের চশমা ফেলে
পাওয়ারি চশমা চোখে,
সাহসেরা আজ কমছে শুধু
স্মৃতিরাও নিম্নমুখে।

ছেলেবেলার সাইকেলে আজ
ধরেছে মরিচা জং,
দুরন্তপনাসব ভুলেছে এ মন
নেই স্টাইল আর ঢং!

জীবন হঠাৎ হাসি ভুলিয়ে
বুঝিয়েছে তার রূপ,
চিনালো মানুষ, চিনালো স্বজন
ছদ্মবেশী যত স্বরূপ!

বাঁচবে বলে হারালো জীবন
বাহারি চতুর বোকা!
জীবনটারে আপন ভাবিলো
জীবনই দিলো ধোকা!

হঠাৎ তার এক মুমুর্ষু বেলায়
বুঝলো সবই ক্ষণিক!
মরণকালে বুঝে মুসাফির
মাত্র দু’দিনের পথিক!

—–
মোঃ নাজিম উদ্দিন
সেপ্টেম্বর ১২, ২০২২

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags