‘মানুষ কি হৃদয়ে?

May 11, 2021 | কবি ও কবিতা | 0 comments

View : 155
 

‘মানুষ’ কি হৃদয়ে?

——-

“বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে-
বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ ও হাদিস চষে ”।

বিশ্বে যখন সামনে এগিয়ে, আবিস্কারের পানে,
আমরা তখন মন্থরম, পেছন ফেরার টানে!

যখন তারা শিখছে তা-ই, যা প্রয়োজন নিত্য,
আমরা তখন ভোগে উম্মাদ, ভুলেছি সুকুমার চিত্ত।

বিশ্বে যখন দামামা চলে, সংশপ্তক
সংগ্রামী,
আমরা আছি ট্রল করাতে, ভাবিনা অতীত আগামি!

ফিলিস্তিন, সিরিয়ার নিষ্পাপ শিশু মরছে মাঠে, রণে,
শপিং মলের ভীড়ে আমরা, ছুটছি খুশি মনে।

ক্ষুধার্ত যখন মরছে শত, পথে মাঠে ঘরে,
আমরা তখন অপচয় করছি রেকর্ড গড়ে।

মোদের যখন বাঁচার কথা আসল ‘মানুষ’ হয়ে,
দেহ মোদের মানুষ রূপে, ‘মানুষ’ কি হৃদয়ে?

—-
মোঃ নাজিম উদ্দিন
মে ১১, ২০২১