View : 63
 

মানুষ আসে, মানুষ যায়


এ পৃথিবীতে যেমন মানুষ আসে, মানুষ যায়, তেমনি প্রত্যেকের জীবনেও মানুষ আসে, যায়। কেউ কম সময়ের জন্য আসে। কেউ দীর্ঘদিনের জন্য। কেউ অপরিচিত হিসেবে এসে বন্ধু হয়। দীর্ঘকাল থাকে। কেউ আবার বন্ধু হিসেবে এসে শত্রু হয়। দ্রুত প্রস্থান নেয় জীবন থেকে। এ দৃষ্টিকোণ থেকে জীবন যেন খেয়া পাড়ের তরণী।

কিছু মানুষ আসে, ভাসে, হাসে, থাকে সহাস্যে, থাকে সুখেও, দুঃখেও, আনন্দেও, বেদনায়।
কিছু মানুস আসে শুধু সুখে, আনন্দে, সুসময়ে, উত্থানে, বিনোদনে..

কিছু মানুষ আবার আসে শুধু দুঃখে, কষ্টের সময়, বেদনার সারথি হয়ে, অসময়ে নদী পাড় করে দেয়ার তরণী হিসেবে। দুঃসময় কেটে গেলে, সুসময় তীরে এলে দুধের মাছিদের ভীড়ে এরা আর কাছে ঘেঁষে না। সুসময় ফিরে এলে এদের খুঁজেও বা কজনে?

কিছু মানুষ আসে মই হিসেবে। মাধ্যম হিসেবে। আপনার কাঁধে পা দিয়ে গাছের উপরের ঢালে উঠতে পারলেই কেল্লা ফতেহ! কিংবা আপনার মাধ্যমে বিশেস প্রয়োজন হাসিল হলেই আপনি ‘আগন্তুক’! পরের বার দেখা হলে হয়তো বলেও উঠবে “দেখে যেন মনে হয় চিনি উহারে”…
এ মানুস বড় বিচিত্র, বড় অদ্ভুত। বড় মরীচিকার। বড় রহস্যের। বড় সমস্যার। বড় সম্ভাবনার। বড় আশার। বড় হতাশার।

শেষ করছি আমার অন্যতম প্রিয় লেখক শেক্সপিয়ারের একটি কথা বলে:

“What a piece of work is a man! How noble in reason, how infinite in faculty! In form and moving how express and admirable! In action how like an angel, in apprehension how like a god! The beauty of the world. The paragon of animals. ”


নাজিম
২২ আগষ্ট ২০২৩