মরণ যখন চরম সত্য

Nov 29, 2020 | কবি ও কবিতা | 0 comments

মরণ যখন চরম সত্য

কোথায় হবে শেষ আবাস
কোথায় শেষ ঠিকানা?
কোথায় ছুটে লক্ষ্য আমার
কোথায় ঝোঁক, নিশানা?

কেন ভাবি থাকবে সুরুজ?
ভাবি, আসবে তো ভোর!
কেন ভাবি এ ঘর আপন?
কেন ডাকে মাটির গোর?

কেন ভাবি এ জগত নিজের?
থাকবে সকল স্বজন;
কেন ভুলে যাই, ক্ষণিক বাতি
নিভাবে সতত মরণ?

কেন মনে হয় দালান বা কুটির
মোদের আসল বাড়ি?
কেন টানে যত মায়াজাল, ভবের
নারী আর মোর নাড়ি?

কোন মোহনায় মিলবে নদী?
কোন দ্বীপে সমাধী?
কোন সেকেন্ডে যবনিকাপাত?
বুঝিনা যত জড়ধী!

কেন ভুলি মোরা বিরাম চিহ্নে
থামবে কালি, কলম?
নিঃশ্বাস হবে নীরব যতির
রুদ্ধ হবে মোর ইলম।

কেন জীবনই বেঁচে থাকে
সতেজ সরস গানে?
মরণ যখন চরম সত্য
ক’জন কতক্ষণ মানে?

—-
মোঃ নাজিম উদ্দিন
৩০ নভেম্বর ২০২০

লেখাটি লিখেছেন