ভাবনা কথন
১) মানুষ তার অভিজ্ঞতা থেকেই অপরের ব্যাপারে মত দেন; অপরের ব্যাপারে তার অভিজ্ঞতা প্রতিনিয়ত পরিবর্তিত হয়।
২) কোন কিছুই অপরিহার্য নয়। সব কিছুছাড়াও সময় পার করে দেয়া যায়।
৩) কারো উপর অধিক নির্ভরশীল হওয়া এক ধরণের দুর্বলতা..
৪) নিজের সৃষ্টকর্তার পর নিজের আত্মবিশ্বাস ও সামর্থের উপর বিশ্বাসই মানুষকে বাঁচতে শক্তি জোগায়।
—-
মোঃ নাজিম উদ্দিন