বৃষ্টি যখন নামে

Jun 8, 2022 | কবি ও কবিতা

Post View : 3
 

বৃষ্টি যখন নামে

আমার শহরে বৃষ্টি এলে
দৃষ্টি ফেরাও সখি,
কান্না-অশ্রু লুকাবে তবে
আমার দু’টো আঁখি।

কালো মেঘে নীল আকাশ
গর্জনে ভারী দুকূল
ভেজাপায়ে মোরা ছুটবো সমুখ
গন্তব্য অচিনকূল!

বন্যাপ্লাবন ভুলে গিয়ে মোরা
ভাসবো বানের ভেলায়,
সময়টারে বাঁধবো ডোরে
হারাবোনা অবহেলায়।

ছোট ভেলা সাজাবো সে-বেলা
গাদা আর কদম ফুলে,
অথৈ গাঙে ভাসবো রঙে
চেনা সব পথ ভুলে।

বৃষ্টি শেষে রংধনু এলে
ছবি তুলবে দু’নয়ন,
শিল্পাচার্য বনে গিয়ে তাই
করবো কাব্য চয়ন!

শহরে তাই বৃষ্টি এলে
আনবে কিছু আশা,
বুঝবো হৃদে, দিব্য নিদে
অব্যক্ত ভালোবাসা।

তাই কখনো আকাশ জুড়ে
দেখলে মেঘের রূপ,
হিয়ার মাঝে, অনিন্দ্য সাজে
প্রীতিরই মূর্তরূপ।

রিমঝিম বৃষ্টির মোহনীয় সুর
কর্ণযুগলে হলে শ্রাব্য,
না হোক ছন্দ, সুর লয়ও মন্দ
সৃজিত হবে এক কাব্য।

জুন ৮, ২০২২