Post View : 54
 

বিলম্বিত অনুধাবন

——–
প্রতিমুহূর্ত চোখে আঙুল দিয়ে পৃথিবী দেখায়
তোমার থাকা বা না থাকায় বড় কিছু যায় আসে না;
তোমার বলা বা না-বলায় তেমন কিছুই প্রমাণিত হয়না!
তবুও পৃথিবীতেই উগরে দিই ক্ষোভ অথবা প্রোথিত করি দাবি!
তারপর,
তারপর দিন শেষ হলে বুঝি
আসলে কিছুই পারিনি এখনো।
শিখতে পারিনি, শেখাতেও পারিনি। বুঝতে পারিনি,বুঝাতেও পারিনি!!

অচল পয়সার মতোই
পুরোনো শতক কাঁখে নিয়ে
বসে আছি মিথ্যেসব আশ্বাসে!!


রচনায়ঃ

মুবিনা
সহকারি শিক্ষক (ইংরেজি)
ভাটিয়ারী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ
বি এম এ,চট্টগ্রাম।