প্রিয় নবীর শানে 

 

আঁধারে ছিলো আরব জাহান, আঁধার সারা ভুবন,
দেহ নামের মানুষ ছিলো, অন্তরে ছিলো কুজন!
নবীজি এলে আলো এলো, সাজলো আলোর বানে,
অধম মোরা কি বা গাইব, প্রাণের নবীর শানে।

৫৭০ সালের রবিউল আউয়ালের ১২তম দিন,
এলেন নবী, আলোর রবি, আনেন ইসলাম দ্বীন!
জানাই দরুদ, জানাই সালাম, হে প্রাণের নবী (দঃ),
তোমার প্রেমের বানে বানাও নবী প্রেমের কবি।

 

নাজিম
অক্টোবর ২, ২০২২

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags