প্রতিচ্ছবি

Jan 24, 2023 | কবি ও কবিতা

View : 73
 

প্রতিচ্ছবি

যেমন শব্দ কড়া, উল্টো তেমন মন
শব্দ এক খোলস মাঝে, কোমল অন্তকরণ
কটু কথার স্বাদ যদিও বড় তিক্ত স্বাদ
হজম হলে এ বাণীসব জীবনের আস্বাদ।

এক পসলা বৃষ্টির আগে মরু তনু মন
তেমনটি এ মন আমার, সুহৃদ সারাক্ষণ;
অভিনয়ের সরল বেশে জানেনা এ বদন
কেমন করে সাজাই তারে অকৃত্রিম যখন?

তবুও কেন বুঝতে চেয়ে কষ্টে ভাসাও, বলোঃ
তিক্ততা তাই মেনে নিয়ে, সুহৃদ এবার চলো..

 

নাজিম
১৭ জানুয়ারী ২০২৩