প্রকৃত জ্ঞান প্রকৃতিতে

Jun 2, 2022 | কবি ও কবিতা

প্রকৃত জ্ঞান প্রকৃতিতে

আকাশকে আমি প্রশ্ন করি-
বিশালতা ছড়ায় কেন?
সাগরের কাছে জিজ্ঞাসা মোর
সর্বভুকই বা কেন?

মাটির কাছে প্রশ্ন শত
কেন থাকো অবনত?
গ্রহণ করো বর্জনাও সব
ভালো বা মন্দ শত!

বৃক্ষ তোমায় জানাবে সেদিন
উজার করে দিতে সব,
কাটুরিয়াও ছায়া পায় তলে
পাখিদেরও কলরব!

জানতে চাওয়ার আরো আছে
পাহাড়টা রইলো বাকি
সব ছাড়িয়ে সে বলে তাই
মাথা উঁচু করে থাকি!

প্রকৃত জ্ঞান প্রকৃতিতেই তো
কে খোঁজে তার মূল?
কে ছুটে যায় আসল বইটা
নকলেই যে মশগুল!

অযুত নিযুত শিক্ষক তাই
প্রকৃতিই সারাবেলা,
কাঁচ তুলি মোরা নকল ভবে
হীরাতে অবহেলা!


মোঃ নাজিম উদ্দিন
জুন ৩, ২০২২

 

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags