নজরুল স্মরণ

Aug 27, 2021 | কবি ও কবিতা | 0 comments

View : 167
 

নজরুল স্মরণ

—–মোঃ নাজিম উদ্দিন
******

চুরুলিয়ার দুখু মিয়া, কিশোর মুয়াজ্জিন,
সৈনিক সে, মজুর দৈনিক, কষ্টের সব দিন।

নাট্যদলে, থিয়েটারে, কখনো সাংবাদিক,
ব্রিটিশ হটাও আন্দোলনে যুদ্ধেও নানাদিক।
‘বিদ্রোহী’, ‘ভাঙ্গার গান’ লিখেন সেসব দিনে,
‘রাজবন্দির জবানবন্দি’ কষ্টের ভাষা চিনে।

সাম্য আর ভেদাভেদ নিয়ে প্রতিবাদী কবি,
গজলে ভরা, ছন্দময় নজরুলগীতির রবি।
কখনো লিখে শ্যামাসংগীত কখনো হিন্দুগীতি,
সবার উপরে মানুষ সত্য, এ ছিল তার নীতি।

কখনো বজ্র, কখনো নম্র ‘বাঁধনহারা’ কিশোর,
‘অগ্নিবীণা’র বীণায় বাজে, বিদ্রোহী বিভোর।

‘ধুমকেতু’ময় বজ্রকন্ঠে কখনো ‘বিশের বাঁশি’
‘জাহান্নামের আগুনে বসে’ হাসে ‘পুষ্পের হাসি’।

তিন সহস্র গানের ছন্দে বার্তা উপমা সাজে,
‘মানুষ করিবে মানুষের সেবা, আর সবকিছু বাজে’।

‘উর্ধ্ব গগনে বাজে মাতল’ রণ সংগীত মোদের,
‘সৃষ্টি সুখের উল্লাসে আজ’ রবি সাম্যবাদের;
‘রুবাইয়াতে উমর খৈয়াম’ সৃজনশীল নাম,
জীবন ভরে ছিলো বিপ্লব, সহস্র সংগ্রাম।

তোমার বাণীতে বাজছে বীণা, বাংলার এপার-ওপার,
বেঁচে আছো আজো কর্মের গুণে, সৃষ্টিতে অপার।

“তবু জগতের যত পবিত্র গ্রন’ ভজনালয়
ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!”

“মানুষ” কবিতা পড়ি-
তোমার যত দরদ আছে, তার হৃদয় ধরি:
“কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবা-রাতি!
হয়ত ইহারি ঔরসে ভাই ইহারই কুটীর-বাসে
জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!”

কলম কন্ঠে সজোরে গেয়েছো মানুষের জয়গান,
মর্ত্যে তুমি স্বর্গীয়সুখ, নামাইয়াছো আসমান।
মানুষই তোমায় রাখে স্মরণ, সৃজিত রচনায়,
অনেকে সাধ মিটাবে তোমাতে, কাব্য রসনায়।

বিদায় নেই, সাহিত্যে তোমার দীর্ঘ এক বাড়ি,
যেমন তোমার ‘বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি’:

“বিদায়, হে মোর বাতায়ন-পাশে নিশীথ জাগার সাথী !
ওগো বন্ধুরা, পান্ডুর হ’য়ে এল বিদায়ের রাতি!
আজ হ’তে হ’ল বন্ধ আমার জানালার ঝিলিমিলি,
আজ হ’তে হ’ল বন্ধ মোদের আলাপন নিরিবিলি”।

—-
#৪৫তম মৃত্যুবার্ষিকীতে নজরুল-স্মরণ

মোঃ নাজিম উদ্দিন
২৭ আগষ্ট