ধানের ক্ষেতে

Aug 14, 2022 | কবি ও কবিতা

View : 72
 

ধানের ক্ষেতে

যখন আমার শৈশব কিশোর, যেতাম ধানের ক্ষেতে,
বাবার সাথে, দাদার সাথে, হেঁটে মেঠো পথে;
সবুজ ধানের চারাগুলো যে সবুজ মানচিত্র
লাল সূর্য আকাশে রেখে অপরূপ বৈচিত্র!

আগাছাখানি বেছে নিলে সতেজ ধানের চারা,
কত আদুরে হাত বুলায়ে বাতাসে হেলেছে তারা।

সবুজ মাঠের সারি সারি চারা যেন আপন হৃদয়,
ভাদ্রমাসের শিশির বিন্দু জ্বলে ভোরের সূর্যোদয়।
কৃষাণ কাটায় সকাল দুপুর সবুজ মাঠের পরে,
একদিন আসে সোনালী ধানের স্তুপ তরে তরে।

মাঠের ধানে ভরে উঠোন, ভরে কৃষাণ হৃদয়
অভাবের ঘরে ধানের ধনে, আশার সূর্যোদয়।

এ ধানে ভরে রবী ঠাকুরের অপরূপ সোনার তরী
জসিম উদ্দিনের ধানক্ষেত ও জীবননান্দের ধানসিঁড়ি।


মোঃ নাজিম উদ্দিন
আগষ্ট ১৩, ২০২২