দু’দিনের ভবে

Dec 20, 2022 | কবি ও কবিতা

View : 117
 

দু’দিনের ভবে

দুদিনের ভবে
কে’ বা রবে?
মুসাফির যবে
এ’সবে কি হবে?

কারো কারো কান্না
সর্বত্র যে পৌঁছায়না,
ব্যথার নেই সীমানা
নিষ্ফল সব ভাবনা!

তবুও বাঁচতে হয়
ফেলে সব সংশয়
জীবন যে গতিময়
আশার নেই ক্ষয়।

মিছে শত স্বজন
মিছে রূপ-সপন
কে করবে নিরূপণ
কেন এ জীবন?

দেহ ঘরের মাঝে
আলোর বসবাস,
ঘর যেমনই হোক
প্রাণেই সব নির্জাস।

ঘর গেলে ভেঙ্গে
আলো কই রবে?
এভাবেই যায় জীবন
ক্ষণিক এ ভবে।

জীবন আলো রূহ
অনন্ত সে মহীরুহই,
ক্ষণিকালয় এ দেহ
অনুধাবন যে দুরূহই!


নাজিম
ডিসেম্বর ২১, ২০২২