দান অবদান

Sep 12, 2020 | কবি ও কবিতা

দান অবদান


দানের যে আছে বড় শা’ন

দান সে বড় অবদান,

রামাদানের এ পুত মাসে

দানই মুমিনের অন্তপ্রাণ!

দানেতে বাড়ে সম্পদ যত

বলেছেন তা দয়াবান,

দানে কমে দুঃখ-মুসকিল

মুছিবত হয় আ-ছান।

কেউ বা দেন হৃদের টানে

পাইতে রবের প্রতিদান,

কেউবা করে দান হররোজ

হাসে দুঃস্থের জাহান।

কারো দান নীরব রাতে

তাকে ভালো অবদান,

বাড়ে গ্রহীতার সম্মান যেন

হাসে রহিম রহমান।

কেউ দানে চায় একাধিক

রবের রেজা যেন পান

চান সে হোক মানবসেবা

হোক সে প্রেরণার বান!

কারো দানে লোকসমাগম

মিডিয়া দেখাই প্রধান,

কারো দানে হক্কুল এবাদ

সে দানই বড় অবদান।

দেশের যখন দুর্দিন চলে,

চাই শত দান-অনুদান,

লোকে দেখুক, নাইবা দেখুক

তাদের পাশে দাড়ান।

দানে কভু কমেনা সম্পদ

বাড়বে রবের দান,

তোমার দানে হাসলে সৃষ্টি

হাসাবেন সে রহমান।

দানের অবদান কখনো

হবে না যে অবসান,

দানে হাসান, কাঁদছে যারা

দানেতেই অফুরান।

————————

মো. নাজিম উদ্দিন:
৩০-০৪-২০২০
Nazim3852@gmail.com

লেখাটি লিখেছেন

Shanto

I am the Web Designer of this Website.

Latest Post

Related Tags