থমকে যাওয়া পাল

Jul 8, 2021 | কবি ও কবিতা | 0 comments

View : 124
 

থমকে যাওয়া পাল!

থমকে যেন জীবন যাত্রা
থামলো সুর আর তাল,
স্রোত হারাল জীবন নদী
থামলো নায়ের পাল।

মুখর ছিলো দিবস মোদের
চঞ্চল সেসব দিন,
নদী, পাহাড়, সাগর তীরে
আনন্দ যে অমলিন।

করোনা নামের ভাইরাসটি
কেড়ে নিলো যেন সব,
কেড়ে নিলো সব দুরন্তপনা
কেড়ে নিলো কলরব।

পাহাড় চুড়া, কংলাক ভূমে
ছিলো পদখানি মোর,
মেঘের দেশে সাজেকে ছিলো
মেঘ কুয়াশার ভোর।

সাগর তীরে ঢেউ বালুকা
টেনে নিতো দুঃখ যত,
অগণিত সুখ, ছুটন্ত শামুক
আনন্দ সে অবিরত।

ঝর্নার দেশ, সে খৈয়াছড়া
স্মৃতি ছিলো সুমধুর,
বড়পাথরে ব্যথাহীন মায়া
কল্পনা আজ সুদূর।

রাঙ্গামাটি – কাপ্তাইয়ে হৃদ
হৃদয়ের হাতছানি,
দৃষ্টিজুড়ায়ে, হৃদয় জুড়াবে
কবে সে দিনখানি?

জীবননদীর সকল স্রোত
থমকে গেলো আজ,
থমকে গেলো শিশু কিশোর
নববধুর সব সাজ।

কখন আবার ছুটবে শিশু
মাঠ ঘাট বিল পানে,
ছুটবো কবে আড্ডা সাঁজে
অযান্ত্রিক সব গানে?

হোক আলোড়ন জীবন মাঝে
দূর হোক মহামারী,
মাঠে ফুলফল অবারিত সাজে
হর্ষে অলক্ষ্যসঞ্চারী।


মোঃ নাজিম উদ্দিন
জুলাই ০৮, ২০২১