তোমার সন্ধানে, হে প্রভু

Oct 20, 2020 | কবি ও কবিতা

তোমার সন্ধানে হে প্রভু!

তোমার সৃষ্ট স্বর্গকে কাছে পেতে
অনন্ত জীবন, দীর্ঘ যৌবনের বাসনায় নয়;
তোমাকে পাওয়ার তরে হে প্রভু
তোমার সন্ধানে ছোট্ট মরণও যেন হয়…

তোমার কাছে, অর্থ-বিত্ত-ঐশ্বর্য-স্তুুপের
কিংবা সুসামাজ্যের প্রার্থণা কভু নয়,
না চাইতেই পেয়েছি যেসব,
যে ধন, যে ক্ষণ;
সারাবেলা মোর কৃতজ্ঞচিত্ত যেন হয়।

সৃষ্টের তরে কর্তার এমন অফুরান দয়ায়
বিস্মিত মনের পুনঃ পুনঃ বিস্মিত বিস্ময়;
তোমার দয়ায় ছোটতরীরও অকুলপাড়ি হয়,
তার শুকরানে মোর কৃতার্থ নয়ন সদা অশ্রুময়।

তোমার রহমের, সুষমার-অশেষ অপরূপ-রূপ
কে করবে মাপ, কে বা করবে নির্ণয়?
কে লিখবে পদ্য, কে গাইবে ছন্দময়?
হে দয়াময়, মরণ যেন তব সন্ধানেই হয়…

 


মোঃ নাজিম উদ্দিন

২০ অক্টোবর ২০২০

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags