তোমার দয়ার পানে, হে রব!

Dec 10, 2020 | কবি ও কবিতা

তোমার দয়াপানে, হে রব!

সহস্রবার ভুল করে অনুতপ্ত হয়েও
বহুবার বিপথে গিয়ে বিপদে পড়ি;
প্রতিবার তোমার দয়া, মার্জনা পেয়েও
পরক্ষণই পুনরাবৃত্তি করি ভুলের!
এতসব সহ্য করে,
এ’স্পর্ধা মাফ করে,
অপার ক্ষমা করতে পারো,
একমাত্র তুমি, হে মোর দয়াল রব!
তোমার পানে মাগি, দয়াভিক্ষা সব।

দম্ভ-অহংকারে মজে, হিংসা বিদ্বেষে ডুবে
ভুলেই যখন যাই, ‘নিশ্চিত ফিরতে হবে’:
অবাধ অবাধ্যতা, ভবে মত্ত বিলাসিতা
প্রতিবার ফিরে তবু তোমায় ভুলে গেলেও
প্রতিবার বিপদকালে ‘আর করবো না’ বলে করলেও,
তুমিই যে রহিম, গফুর, রহমান,
তোমার দয়া চাই, প্রভি, সদা বহমান।


মোঃ নাজিম উদ্দিন

 

 

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags