Warning: Undefined array key "zzz" in /home/shantobro/lekhokbangladesh.com/wp-includes/load.php on line 1268
তুমিই দয়ালু রহিম — লেখক বাংলাদেশ

তুমিই দয়ালু রহিম

Aug 9, 2022 | কবি ও কবিতা

তুমিই দয়ালু রহিম

ক্ষুদ্র ঘরে তাকিয়ে যখন
দেখি মোর চারিপাশ,
ছোট্ট জীবনে, ছোট এ ঘরে
সর্বদাই নাভিশ্বাস।

বিশাল আকাশ, উদার মাঠে
রাখি যখন দুই পা,
মনে পড়ে তব সৃজন সকল
অপার তোমার কৃপা।

কত বিশাল সৃষ্টি তোমার
অগণিত সব প্রাণ,
তুমিই মালিক, শরীকবিহীন
হে রহিম রহমান।

দুনিয়ার ধনী, কৃপণ প্রায়শ
সম্পদ যে তার সসীম,
তুমিই উদার, খুলো দয়ার দ্বার
অঢেল অশেষ অসীম।

মহিমা যেন অপার বিস্ময়
জানি কত আর!
তুমি আদি আর তুমিই অন্ত
করুণাময় অপার।

সৃষ্টি দেখে মোর তৃপ্ত হৃদয়
হে খালিক, হে রহমান,
সত্যিই তো ‘ফাবিয়াইয়্যা আ’লা

ইরাব্বিকুমা তুকাজ্জিবান।’

 

সীমিত জ্ঞান, সসীম বোধে
পাপেভরা এ আমি,
দয়া করুণায় রেখো মোরে
হে মোর অন্তর্জামী।


মোঃ নাজিম উদ্দিন
আগষ্ট ০৯, ২০২২

 

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags