তবে তুমি শেষ
ইচ্ছা হলো নকল যুগে
করবো কপি বেশ,
কপিরাইট-ই কপি হলে
পাইরেসিতেই শেষ!
কোমলমতি জেগে উঠলে
জাগবে বাংলাদেশ;
উস্কানি-টার চেষ্টা হলে
প্রতিবাদ হোক বেশ।
কোনটা করলে হবে ভালো
কোনটা করলে শেষ,
বুঝলে পরে জানবে সবে
সাবাস বাংলাদেশ।
অফিস পাড়ায়, রাজনীতিতে
খুশি করার রেশ,
কাজের চেয়ে বসিং-বাজ
উপরে উঠে বেশ!
‘যদি তুমি তোষামোদ করো
তবে তুমি বেশ,
যদি তুমি নিরব থাকো
তবু তুমি শেষ!’
‘যদি তুমি আটকে থাকো
তবে তুমি শেষ,
যদি তুমি ছুটতে পারো
তবেই হবে বেশ।’
যদি তুমি অলস কাটাও
তবে তুমি শেষ,
যদি তুমি চেষ্টা করো
সফল হবে বেশ।
যদি মোরা অসচেতন
তবে দেশ শেষ,
সজাগ যদি হই জনগণ
সফল বাংলাদেশ।
যদি তুমি সাধন করো
জীবন হবে বেশ,
মোদের সবার একতাতে
এগিয়ে যাবে দেশ।
যদি তুমি বিনয়ী হও
মানী হবে বেশ,
যদি হও অহংকারী
সকল পুণ্য শেষ।
হিংসা যদি করো তবে
আমল যত শেষ,
জীবে যদি দয়া করো
রবের খুশি অশেষ।
দেশকে যদি বাস ভালো
বিজয় যে অশেষ,
বিশ্ব তুমি ছিনিয়ে আনবে
কামনা সবিশেষ।
যদি তুমি গুজব ছড়াও
তবে তুমি শেষ,
যদি তুমি সঠিক বলো
তুমি-ই বাংলাদেশ।
তোমার হাতেই নিজের জীবন
তোমার হাতেই দেশ,
তুমিই বঙ্গ, পদ্মা-মেঘনা
তুমিই বাংলাদেশ।
তোমার হাতেই কাব্য-ছন্দ
হায়াৎ অনিমেষ,
বেলা থাকতে সাধন করো
অনুরোধ সবিশেষ।
——–
মোঃ নাজিম উদ্দিন
nazim3852@gmail.com
১৪-০৮-২০১৮)