জুমা দিবসের ভাবনা-১৬: অনুমান, গুজব ও রটনা: দুটি কথা

Nov 29, 2024 | ধর্ম, জীবন এবং জীবনভাবনা | 0 comments

View : 4
 

জুমা দিবসের ভাবনা-১৬:

অনুমান, গুজব ও রটনা: দুটি কথা
——-+++

অনুমান অনেক নষ্টের কারণ। অনুমানের পর আসে গুজব, রটনা ইত্যাদি।

চিলে কান নিয়েছে শুনে চিলের পেছনে দৌড়ে চলার অভ্যাস অনেকের আছে।
বস্তুত, খবর পেলে তা যাচাই করে প্রকাশ করা উত্তম।

অনুমাননির্ভর তথ্য নিয়ে কোরআনে রযেছে নানাবিধ নিষেধ আদেশ।
পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করো। অজ্ঞতাবশত কোনো গোষ্ঠীকে আক্রান্ত করার আগেই, (না হলে) তোমরা কৃতকর্মের জন্য লজ্জিত হবে।’ (সুরা : হুজুরাত, আয়াত : ৬)

আবার অন্যত্র বলা হয়েছে, ‘হে মু’মিনগণ! তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থাক; কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করনা এবং একে অপরের পশ্চাতে নিন্দা করোনা’।
সূরাঃ আল-হুজুরাত -আয়াত ১২

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (আবু দাউদ, হাদিস : ৪৯৯২)

অনুমান, গুজব রটনা থেকে আমাদের নিজেদের বেঁচে থাকা উচিত আর সাথে সাথে অপরকেও রক্ষা করা উচিত। বর্তমানে তথ্য প্রযুক্তির অবাধ চলাচলের এ সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনুমাননির্ভর তথ্য বা গুজবে প্রতারিত হচ্ছে অনেকে।

মাঝে মাঝে, এমনও হতে পারে যে, আমাদের একটি ভুল উদ্যোগের কারণে কোনো নিরপরাধ মানুষের/সম্প্রদায়ের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এর দায় আমাদেরই নিতে হবে।

অনুমানের ওপর ভিত্তি করে কোনো ব্যক্তি বা ব্যক্তিবিশেষ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা মিথ্যাচারের শামিল, অনেক ক্ষেত্রে তা অপবাদের পর্যায়ে পড়ে যায়। অথচ কারো ওপর অপবাদ দেওয়ার শাস্তি ভয়াবহ।

আল্লাহ তায়ালা আমাদের সঠিক জ্ঞান দান করুন। আমিন।

——————
সংগ্রহ ও সংকলনে~~~~
মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ২৯, ২০২৪

(পুনশ্চঃ “জুমা দিবসের ভাবনা” লেখাগুলো কারো প্রতি ইঙ্গিত করে নয়। প্রায় সব সংকলন করা হয়েছে। নিজের উপলব্ধি ও সংশোধনের জন্য মাত্র)