জুমা দিবসের ভাবনা– পর্ব-১

Sep 29, 2023 | আত্মউন্নয়ন ও মোটিভেশন, ধর্ম, জীবন এবং জীবনভাবনা | 0 comments

Post View : 32
 

জুমা দিবসের ভাবনা

পর্ব-১

—–

একসময় কিছু মানুষ ভাবেন, অমুক ব্যক্তি বা ব্যক্তিসমূহ ছাড়া পরিবার, বা সমাজ বা রাষ্ট্র চলা দায়; কিন্তু কালের বিবর্তনে সে
মানুষ বা মানুষসমূহ মৃত্যুর অমোঘ থাবায় চলে যায় এ পৃথিবী ছেড়ে। কিছুদিন পর অনেকে, আরো কিছুদিন পর সবাই তাদের ভুলে যেতে থাকে৷ একটা সময় আসে, যখন তাদের ছাড়া দিব্যি সব চলে, চলে সময়, সংসার, সমাজ, রাষ্ট্র।

আপনি যদি মনে করেন, আপনাকে ছাড়া
কিছুই চলবেনা, তাহলে আপনি ভুলের জগতে আছেন। সে জগত ছেড়ে যত দ্রুত বাস্তব জগতে আসতে পারবেন, ততই মঙ্গল, আপনার জন্যও, আপনার সাথে জড়িত বা সংযুক্ত মানুষ বা সংগঠনসমূহের জন্যও…

কোন কিছুই অত্যাবশ্যকীয় নয়। কোন ব্যক্তিও নয়। সবই ধ্বংসশীল, সবই মরণশীল…

মহান আল্লাহ তো পবিত্র কোরআনে বলেই দিয়েছেন,
কুল্লু মান আলাইহা ফান। ওয়া য়াবক্কা ওয়াজহু রাব্বিকা জুলজালালে ওয়াল ইকরাম’
অর্থাৎ, এ জগতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে, শুধু আপনার রবের অস্তিত্বই টিকে থাকবে। ‘
(আল কুরআন। সুরা আর-রহমান ২৬, ২৭)।

এভাবে একে একে সবাই চলে যাবেন, ধ্বংস হয়ে যাবেন,
শুধু আপনার রবের অস্তিত্বই টিকে থাকবে।

জুমা মোবারক

মোঃ নাজিম উদ্দিন
সেপ্টেম্বর ২৯, ২০২৩

রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা