Post View : 82
 

জীবন

জীবনটা শুধুমাত্র
কাঁদামাটির বিল-ঝিলে ঘেরা নয়;
ইট পাথরের শক্ত পিচঢালা সমতলেও
হেঁটেছি অনেক দূর…

তবে, কাঁদামাটিতে গন্ধের চেয়ে
উর্বরতা যে অঢেল;
ইট-পাথুরে-শহরে কয়টা গাছ আর জন্মায়?
কয়টা চারা বপন হয়?

বেড়ে উঠাটা তেমনি
স্থির জলের পুকুরেই শুধু নয়,
খাল-নদীর ঢেউয়ের তালে কিবা অস্থির জলরাশিও জীবনের দেহখানি
স্পর্শ করেছে বারেবার….

অনেকবার জলকে স্পর্শ করে
জলের উর্ধ্বেও উঠতে চেয়েছি
এইতো সেদিনও, সেবারও…


নাজিম