জীবন
নিষ্পাপ প্রারম্ভ, সহৃদয় সহায়তা
স্বজনের উচ্ছ্বাস, স্বপ্নময় যাত্রা।
দুরন্ত শৈশবে বাঁধহীন ক্রীড়ামোদ
পড়ুয়া কৈশোর, আকাঙ্খার সৌধ;
অতপর যুগসন্ধিকাল, সময় শৌর্য
নায়কোচিত যৌবনে, শক্তি, ঐশ্বর্য;
জীবনের ক্লাইমেক্সে চ্যালেঞ্জের যৌবন
সফলতা বিফলতা এ ক্ষণে নিরূপণ;
পরিশ্রম, সাধনায় নিরলস ক্ষণ যার
দুকূলে সফল সে, ধন, জন, বিদ্যার।
ক্যারিয়ার, সংসার, জীবনের নানারূপ
স্বজনের শঠতা, মানুষের কতরূপ!
চল্লিশে নিভে যায় সাবেক উচ্ছ্বাস
মানুষের বহুরূপে ফেলে দীর্ঘনিঃশ্বাস!
পুত্রকন্যাজায়া ভুলিয়ে দেয় আড্ডাটা
রঙিন জীবন তখন প্রায়ই সাদামাটা!
বয়সের যাঁতাকলে পিষ্ট রূপরস!
কেমন এক অসহায়, নিরামিষ নিরস!
তবুুও হারেনা সে, মরে যদিও বহুবার
হয় জিতে, নয় শিখে, ভয় নেই হারবার!
একসময় জীবনরাজা, বার্ধক্যে প্রজা আজ
ভুলে যায় অভিমান, ভুলে কৃত্রিম সাজ!
তেমন এক সময়ে, দুধের মাছি পাশে নেই
ছিলো যার অযুতজন, কোথাও আজ কেউ নেই;
আহা! কী বোকামি, অপচয় ছিলো ক্ষণ
সবাই আজ দূরে দূরে, একাকিত্বই স্বজন।
উদয় হয় বোধে, জীবন যখন অস্তপ্রায়
গোধুলীর আবছায়া, বিশ্বাস ভগ্নপ্রায়।
এভাবে কেটে যায় জীবনের যাত্রা
সময় থাকতে রেখো সম্পর্কে মাত্রা!
—
মোঃ নাজিম উদ্দিন
আগষ্ট ৩১, ২০২২