জীবন সাগর তীরে

Apr 7, 2023 | কবি ও কবিতা

Post View : 21
 

জীবন সাগর তীরে

ওপারে পাড়ি দেবো বলে
শুরু করা অশেষ যাত্রা আমাদের
সমুদ্র তীরে, নূড়ির বেলা ভূমে
এক ক্ষণিক বিরতি ছিলো দীর্ঘ যাত্রার..
সমুদ্রের বিশালতা, বেলাভূমির উদারতা
আছড়ে পড়া মুহুর্মুহু ঢেউয়ের ছন্দে
বিস্মৃত পুনর্যাত্রার হিসেব যত।

কোলাহল ছেড়ে, জীবনের নীড়ে সবে মিলে অবসর;
পরাজয় ভুলে জীবন মোহনায় মিলিছে প্রাণের বহর!
সংক্ষুব্ধ পথে, দুর্গম ভবে যেতে যে হবে দূর
জীবন সাগরে ভুলেছে প্রাণ, মরীচিকা রোদ্দুর।

সন্ধ্যা ছিলো সংকেত তরীর, যাত্রা হবে শুরু
অস্তমিত সূর্যের লাল আভা ভুলিয়ে দিলো সবই!
এ বিরতির যেন মনে করলো জীবন মুসাফির
ওপারে নয়, জীবন যেন ভব সাগরের তীর!

যখন সন্ধ্যা নামে
মায়াজাল হাসে জীবনের স্রোতের রঙিন স্বপ্ন মাঝে
আরেকটু সময় যেন পেতে চায় এ মন
আরেকটু বিরতিতে যেন জীবনের সম্ভম!
ভুবন ভুলে আসল জগতে ফিরে যেতেই হয়
তবুও মায়ায় আঁকড়ে পড়ে সকল পরিণয়।

রূপ রস মাখা দুদিনের এ রঙিন সাগর ঢেউ
হৃদয়ের রঙে রাঙিয়ে তাই ফিরতে চায়না কেউ;
ক্ষণিকের মোহে ইন্দ্রিয় লোভে আষ্টেপৃষ্টে থাকে
তবু জীবন যায় যে কেটে জীবন সাগরের বাঁকে!
এমনই করে হযতো আফসোস, সময় যাত্রা শেষে,
জ্বলছে কেউ অনুতাপে, কেউ শোচনায় অবশেষে!

রঙিন ভবে রঙরূপ মেখে থাকতে চায় সব জীবন,
ওপারে যেতে ডাক আসে সবার, বিদায় অবসর মরণ।


মো: নাজিম উদ্দিন
এপ্রিল ৭, ২০২৩