জীবন বয়ে যায়

Aug 12, 2023 | কবি ও কবিতা | 0 comments

View : 41
 

জীবন বয়ে যায়…..
বহতা নদীর প্রায়…..
—-

সময় খুব দ্রুত বহে
খুব দ্রৃুত…..
দেখতে দেখতে পার হয়ে যায়..
কতো পত্রপল্লবহীন শীত
কতো সম্ভাবনার বসন্ত।
কখনো কারো মৃত্যুতে যেনো চলতেই চায় না জীবন রথ।
কখনো কারো জন্মে বাঁচার স্বাদ জাগে সতত।

কখনো আপনজনের বিশ্বাসঘাতকতায় সব সম্পর্ককেই বিষধর লাগে মনে;
কখনো কারো আস্থায়, কারো বন্ধুত্বে মন ভরে অনেকদূর যাওয়ার আশার সপনে।

কখনো না পাওয়ার বেদনায়
হতাশা ভর করে;
কখনো শুকরিয়ার মুনাজাতে
চোখে আনন্দাশ্রু ঝরে।।

কখনো কারো বিন্দুমাত্র উপকার না করার প্রত্যয় জন্মে;
কখনো সব ভুলে গিয়ে ভাবি মানুষ তো মানুষেরই জন্যে।

শত ভাবনা-দ্বন্দ্বের পরেও
ইচ্ছে করে এগুতে….
কারণ
জীবন ‘বাঁচার’ ই জন্যে।

—-
নাজিম
আগষ্ট ১২, ২০২৩