জীবন এক চলমান ছায়া যেনো!

Apr 29, 2023 | আত্মউন্নয়ন ও মোটিভেশন, গল্প প্রবন্ধ উপন্যাস

View : 49
 

জীবন এক চলমান ছায়া যেনো!

শেক্সপিয়ারের ভাষায়,
‘Life is but a walking shadow’;
চলমান ছায়া হলেও জীবন স্বপ্নময়, রোমাঞ্চকরও।

কখনো কারো সাফল্যে আনন্দ আসে মনে
কখনো দুঃখে হতাশ সেই ক্ষণে;
আপনজনের মরণে বিষাদ জাগে মনে;
শেখ সাদির ভাষায়, যখন তোমার প্রিয় আত্মা চলে যাবে তখন তুমি সিংহাসনে থাক আর মাটির বিছানাতেই থাক, একই কথা…
Shakespeare এর ভাষায়,
‘Your father lost his father, his father lost his’…..so on… সে সত্য বুঝতে সময় লাগে অনেক।
……
কখনো কারো জন্য বাঁচতে ইচ্ছে করে,
কখনো কারো উৎসাহে মনটাই যায় ভরে।
কখনো যা জানিনা, সেই অজ্ঞতার প্রাচুর্যে বিস্মিত অন্তরে!
লালনের ‘খাঁচার ভিতর অচিন পাখি’র আসা যাওয়া ভাবিয়ে তোলে।
ভাবিয়ে তোলে সেই প্রশ্নগুলো….
কোথা থেকে আসা, কোন উদ্দেশ্যেই বা আসা, কোথায় যাওয়ার প্রস্তুতি? অসীম চিরস্থায়ী পরকালের চিরন্তনতায় ক্ষণিকের এই ‘আরশিনগর’
কখনো জান্নাতের প্রতিশ্রুত সুরভী মননে,
আজান বাজে ফি ক্ষণ;
কখনো দোযখের ভয়াবহতায় বিনীত, দুরু দুরু করে মন:

যা করার, আসমানের ছায়াতলে থাকাকালীন কর,
হাশর পর্যন্ত জমিনের ছায়াতলেই কিন্তু থাকতে হবে।।
জন্মাবদি কত স্বজন নিলো বিদায়, কত জন গেলো না ফেরার দেশে, কতজন রোগে বিছানায়!
তবুও, প্রিয়জনের জন্য, স্বজন পরিজনের হাসিমাখা মুখের তরে মনে আসে সেই সত্য-
রবি ঠাকুরের ভাষায় – ‘মরার চেয়ে বাঁচা-ই ভালো’।
John Donne এর ভাষায়:
‘Ah love, let’s be true to one another…
‘Only our love hath no decay.’

ভাবার্থে ‘আগামীকালবিহীন’ বর্তমানময় এ ভবজগতে কর্মময় হোক প্রতিটি মুহুর্ত।

জীবনের জয়গানে পংক্তিময় হোক প্রতিটি গদ্য,
ছন্দময় হোক কাব্য,
রঙ্গিন হোক প্রতিটি সকাল,
স্বপ্নের চেয়েও বড় হোক
অসীম সম্ভাবনার এই জীবন।


নাজিম
এপ্রিল ২৯, ২০২৩