জিজ্ঞাসি জনে জনে

Sep 12, 2020 | কবি ও কবিতা

জিজ্ঞাসি জনে জনে


কারো কাছে শেখা মানে
নামকরা এক সনদ,
জিপিএর মাত্রা সে যেন
প্রশংসার মসনদ।

কারো কাছে বিদ্যায়তন
নাম কুড়ানোর উঠান,
কারো কাছে সনদ যোচন
‘গাজী’, ‘কাজী’, পাঠান।

কেউ দেখি শেখার আগেই
ছাড়ছে কত বুলি!
সগৌরবে তাদের হাঁটা যেন
জ্ঞানেরই পদধূলি!

পুঁথি আছে বিদ্যা কোথায়?
শুধাই কোন জনে?
মোড়ক আছে, রত্ন কোথায়?
জিজ্ঞাসি জনে জনে।

ফলজ বৃক্ষ, ফলহীন তবু
বলতে পারো কেউ?
জ্ঞান কি আড়ষ্ট ও নিবু
সিন্ধুতে নেই ঢেউ।

ভার্চুয়াল আজ ‘একচুয়েলের
নিয়েছে যত আবেগ,
শুকনো যত সম্ভাষন আজ
বিজ্ঞানের সে আবেগ!

রোবট যখন ‘মানব’ সাজে
মানব হতে চায় ‘রোবট’,
বুদ্ধিযত মিডিয়ায় যেন
মন্ডুতে সে গোবট!!

ই-বুকের চেয়ে কাগজী বই
বেশি পড়বে ক’জনে?
কবে পাব হৃদ্যতা, সই
জিজ্ঞাসি জনে জনে..


মোঃ নাজিম উদ্দিন
nazim3852@gmail.com
জুলাই ১৮, ২০১৯

লেখাটি লিখেছেন

Shanto

I am the Web Designer of this Website.

Latest Post

Related Tags