Warning: Undefined array key "zzz" in /home/shantobro/lekhokbangladesh.com/wp-includes/load.php on line 1268
ছোট কবিতাযুগল — লেখক বাংলাদেশ

ছোট কবিতাযুগল

Jan 27, 2021 | কবি ও কবিতা

ছোট কবিতাযুগল

 

(১)

সময় তোমার সময় কই?

কতসকাল লাল সূর্য দেখার আগেই
কত দুপুর মাথার উপর খাড়া তবু
চোখে চোখ রাখা হয় না তখন!

কত বিকেলে মুখোমুখি হয়নি বলে
ছুঁয়ে দেখা হয়নি পড়ন্ত আভাও
গোধুলির রবিও অধরা তখন!

আলোকে সাথে নিয়ে নিশি স্বজন!
তোমার সময় কই, ব্যস্ত পরিজন?
আঁধার শেষে আশা আলোর অর্জন।

——

(২)

সেজন্য আমি তোমার নই;
কিংবা তুমিও মোর নও.
ভাবনার মিলেই সম্মত হই
সেভাবেই আমারে লও..

কতজনে ভাবি আপন কত!
আসলে নয়কো স্বজন,
দেখাবার লাগি অভিনয়ে শত
করোনা তাদের বরণ।

তোমারে যে ভাবে, অন্তরে ভাবে
তাহারে চিনিয়া নিও,
হীরা ফেলে কভু কাঁচেরে না নিয়া
হীরাকে যতন দিও..

————————–
মোঃ নাজিম উদ্দিন

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags