গ্রামেই যখন রূপ লাবন্য

Dec 9, 2022 | কবি ও কবিতা

গ্রামেই যখন রূপ লাবন্য

গ্রামেই যখন রূপ-লাবণ্যে
হারিয়ে যেতে চায় সমস্তটা উজার করে
গ্রামের সাথে যে আত্মা, যে দেহ, যে হৃদয়ের সখ্য
গাঁয়ের আলো-বাতাসের ঋণ শোধ করা যখন অসাধ্য,
সমগ্র পৃথিবীর রূপ-রং-রস যেখানে মিশে আছে সবুজের রংয়ে
সমস্ত সৌন্দর্য, সরলতায় অনন্য যখন বাংলার গাঁয়ের ঢংয়ে..
তখন হারিয়ে খুঁজে পাই সে গ্রামেরই অরণ্যে..
শহরের ইটবালি ক্ষণিকের তরে ভুলিয়ে যাই গাঁয়েরই রূপ-লাবণ্যে…

জীবনানন্দ দাশের কথাঃ
“বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.. ”
আর পল্লীকবি জসিমের নিমন্ত্রণঃ
“তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমদের ছোট গাঁয়
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়।
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি..”

এ দুয়ের সমন্বয় যেন খুঁজে পাই বাংলার সবুজ ক্ষেতে,
গাঁয়ের ছোট নদী, বড় বিল, ছোট ক্ষেত, বড় বাগে
অনুন্নত, উন্নয়নশীল গ্রামবাংলার মাঝে আজ খুঁজে ফিরি
আমার বাংলাদেশ, লালসবুজের প্রিয় পতাকা
আর ৫৫ হাজার বর্গমাইলের দেশমাতৃকা…


মোশ নাজিম উদ্দিন
ডিসেম্বর ৯, ২০২২

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags