কোথায় আজ শখের বাহার?

Sep 12, 2020 | কবি ও কবিতা | 0 comments

Post View : 8
 

কোথায় আজ শখের বাহার?


কোথায় আজ শখের বাহার?
ইফতারে বাহারী পসরা?
কোথায় সব আড্ডা, চক্র?
ইফতার পার্টির মহড়া?
কোথায় আজ ভোর অবধি
শপিং করার মিছিল?
কোথায় তোমার নতুন কাপড়
নতুন জুতার গরমিল?
কোথায় আজ রেষ্টুরেন্টের
মাটন হালিমের আবদার?
কোথায় গেল মজার ফিরনি
জিলাপি রয়েল বাংলার?
কোথায় আজ তামালকুন্ডির
বিদেশি পণ্যের সমাহার?
কোথায় ট্রাফিক জ্যামে-ভীড়ে
পপ কর্ণ আর খাবার?
কোথায় আজ স্যানমার সিড়ির
অ-ক্রেতা যুবকদের ভীড়?
সবই কি করোনার ভয়ে
খুঁজছে নিরাপদ নীড়?
কোথায় আজ সাহারি পার্টি
ফেসবুক স্ট্যাটাস সকল?
কোথায় ট্রেন-বাস কাউন্টারে
টিকেট বেপারীর দখল?
কোথায় তারাবিহর সেসব খবর?
কয়দিনে কোরআন খতম?
কত টাকা উঠলো মসজিদে
সেসব তথ্যের মাতম?
কোথায় আজ যাকাতের লাগি
দুঃস্থ গ্রহীতার সারি?
পোলাও কি আজ ভুলেছে সবে
উনুনেতে শুন্য হাড়ি?
কোথায় আজ উচ্চ চিকিৎসা?
মাউন্ট এলিজাবেথ যত?
কোথায় আজ ভিআইপির লাগি
ট্রাফিক হর্ণ শত?
কোথায় আজ দম্ভ তাদের
নিজের সাধ্য-ক্ষমতায়?
কোথায় তাদের জাত-ধর্ম?
বিধ্বস্ত এ মানবতায়?
কোথাও আজ নাই তাহলে
ধনী-গরীব, আপন-পর!
মরলে যায় একই গোরে
একই সাদা কাপড়।

—–

(নাজিম: ০৯ মে,২০২০)