কিছুমানুষ! আজিব ফানুস!

Nov 5, 2021 | নতুন কিছু | 0 comments

View : 138
 

কিছুমানুষ! আজিব ফানুস!

কিছু মানুষ ইডিয়ট, সব মানুষ নয়;
যদিও শুধু কিছু মানুষ দিয়েই সমাজ নয়।

কিছু মানুষের পরের কাজে আগ্রহ, নিজের বিষয়ে নয়;
যদিও ‘তাহা’দের অতি আগ্রহে কিছু যায় আসে – তা নয়।

কিছু মানুষ অন্যের হর্ষে অতি মনঃদু্ঃখিত হয়,
যদিও কুকুরের ঘেউ ঘেউ-তে হাতির যাত্রায় কী ক্ষতি হয়?

কিছু মানুষ ডিগ্রিধারী হয়েও অভদ্র হয়,
যদিও অভদ্র ‘শিক্ষিত’দের দ্বারা কার কী-বা উপকার হয়?

কিছু মানুষ অন্যের বিষয়ে অনধিকার চর্চায় ব্যস্ত,
যদিও তাহাদের দুর্গন্ধে অন্যেরা ইতিমধ্যেই আক্রান্ত।

সর্বোপরি ‘কিছু মানুষ’ বুঝতেই চান না,
তাদের অতি আগ্রহে আমরা বিরক্ত-

যেমনটি হয়- বন্ধু তালিকার মত বাস্তব জীবনে যোগাযেগের তালিকাও না বেড়ে বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে উঠার অংকের মত- শেষে গাণিতিক হারে কমে!

সমাজের এসব ‘কিছু মানুষ’ এককভাবে ছোট সংখ্যায়,
যদিও আচরণগত বিচারে তাদের প্রভাব আমার আপনার জীবনে কমও নয়!

—————————
মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ৫, ২০২১