Warning: Undefined array key "zzz" in /home/shantobro/lekhokbangladesh.com/wp-includes/load.php on line 1268
কাল অকাল — লেখক বাংলাদেশ

কাল অকাল

Sep 20, 2021 | কবি ও কবিতা

কাল অকাল

কালে কালেরে কয়, কতকাল বাকি?
কাল চেনা কি আগামিরে? কালচক্রই ফাঁকি!
কালের চোরাবালি আগামি আর কত!
এরই মাঝে ফসকে যায়, ‘বর্তমান’ শত!

সময় বয়ে যায়, কত কাল গহবর!
কত সকাল বিনিদ্র, অলস অবসর!
স্রোতে ভাসে কচুরিপানা, পলি তলদেশে,
গভীরতায় দীর্ঘকালে, জয় অবশেষে।

সময় সে কত ব্যস্ত, নেই ফুসরত!
সব বীর পরাভূত, মিছে কসরত!
কাল যদি হয় ক্ষেপণ, ব্যর্থ সমর
কাল গড়ে সভ্যতা, নগর, শহর।

—–
মোঃ নাজিম উদ্দিন
সেপ্টেম্বর ২১, ২০২১

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags